নজির গড়লেন ঐহিকা-সুতীর্থা জুটি, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন তাঁরা

0
3

নজির গড়লেন ঐহিকা মুখোপাধ‌্যায় এবং সুতীর্থা মুখোপাধ‌্যায় । এশিয়ান টেবিল টেনিস চ‌্যাম্পিয়নশিপে মহিলাদের ডবলসে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতীয় এই জুটি। রবিবার এশিয়ান টেবিল টেনিস চ‌্যাম্পিয়নশিপে মহিলাদের ডবলসে সেমিফাইনালে নেমেছিল ঐহিকা-সুতীর্থা জুটি। সেখানে জাপানের মিওয়া হারিমোতো ও মিউ কিহারা জুটির কাছে হারেন ভারতীয় এই জুটি। ম্যাচের ফলাফল ৪-১১, ৯-১১, ৮-১।

গতকাল ভারতীয় জুটি সেমিফাইনালে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। স্ট্রেট সেটে হেরে যান ঐহিকা-সুতীর্থা জুটি। ঐহিকাদের সামনে সুযোগ ছিল নতুন ইতিহাস গড়ার । কিন্তু ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাদের।

প্রতিযোগিতায় শুরুটা ভালোই করেন ঐহিকা-সুতীর্থা জুটি। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভারতীয় জুটি। আশা ছিল, সেমিফাইনালেও নিজেদের ছাপিয়ে যাবেন । যদিও সেই আশা পূরণ হয়নি। যদিও প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার দলগতভাবে ভারতের মহিলা দল ব্রোঞ্জ পদক জয়ী হয়।

আরও পড়ুন- অজিদের কাছে ৯ রানে হার ভারতের, বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হরমনপ্রীতদের