ইজরায়েলকে (Israel) ভর্ৎসনায় আমেরিকার পদানুসরণ ভারতের। রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেলের (UN Secretaty General) ইজরায়েলের মাটিতে প্রবেশে নিষেধাজ্ঞায় নাক গলালো না ভারত। পক্ষান্তরে ইজরায়েলকে সমর্থন করা দেশগুলির পক্ষেই থাকল ভারত।
ইজরায়েলের উপর ইরানের (Iran) মিসাইল (missile) বর্ষণের নিন্দা করেননি রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনিও গুয়োতরেজ (Antonio Guterres) প্রতিবাদে ইজরায়েল বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ (Israel Katj) দেশে গুয়েতরেজের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
প্রতিবাদে চিলির (Chile) নেতৃত্বে ১০৪টি দেশের সই সংগ্রহ শুরু হয়। সেখানে ফ্রান্স, রাশিয়ার মতো দেশ সই করলেও আমেরিকা (USA), ইংল্যান্ড (UK), দক্ষিণ কোরিয়া (South Korea) সই করেনি। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কোনও বিবৃতি জারি না করা হলেও জানানো হয়, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের প্রতি ভারতের সম্মান তার নিজের স্থানেই থাকবে। তবে অন্য দেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মাথা ঘামাবে না ভারত।