পুজোর কার্নিভালের (puja carnival) দিনে নিজেদের মতো কার্নিভালের ডাক দিয়ে ফের বিতর্ক তৈরি করেছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার মুখ্য সচিবের (Chief secretary) সঙ্গে বৈঠকে সেই কার্নিভালে মুখ্যসচিবকে আমন্ত্রণ জানিয়ে পাল্টা কার্নিভাল বন্ধের বার্তা পেলেন জুনিয়র চিকিৎসকরা।
সোমবার মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) সঙ্গে বৈঠক শেষে সিনিয়র চিকিৎসকরা দাবি করেন তাঁরা রাজ্যের প্রতিনিধিদের ‘দ্রোহের কার্নিভাল’ (Droher Carnival) অনুষ্ঠানে আমন্ত্রণ করেন। তবে মুখ্যসচিব তাঁদের কোনও প্রতিক্রিয়া দেননি।
বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) দাবি করেন, “দ্রোহের কার্নিভাল ঘোষণা হয়েছে বলে শুনেছি। আমরা ওনাদের মেল করেছি যেন ওনারা এই কর্মসূচি প্রত্যাহার করে নেন। আমরা আশা করছি ওঁরা প্রত্যাহার করবেন।”