ড্র দিয়ে রঞ্জিট্রফির অভিযান শুরু করল বাংলা। এদিন উত্তরপ্রদেশের সঙ্গে জেতা ম্যাচ ড্র করল অনুষ্টুপ মজুমদারের দল। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ৩ পয়েন্ট হাতে এল বঙ্গ ব্রিগেডের। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামী এবং অভিমূন্য ঈশ্বরণের।

ম্যাচের চতুর্থ দিনে যখন জয়ের গন্ধ পেতে শুরু করে বঙ্গ ব্রিগেড। ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন উত্তরপ্রদেশের প্রিয়ম গর্গ। তাঁর শতরানের সৌজন্যে জেতা ম্যাচ হাতছাড়া হল বাংলার। তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল অনুষ্টুপদের। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বঙ্গ ব্রিগেড। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১১ রান করে বাংলা। বাংলার হয়ে ১১৬ রান করেন সুদীপ চট্টোপাধ্যায় । সুদীপ ঘোরামী করেন ৯০ রান। ৪৪ রান করেন শাহবাজ আহমেদ। তবে প্রথম ইনিংসে রান পাননি অভিমূন্য । ৫ রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ২৯২ রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে বাংলার হয়ে ৪টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। ২ টি উইকেট নেন মহম্মদ কাইফ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট থাকে বাংলার। শুরুটা ভালোই করেন সুদীপ এবং অভিমূন্য। ৯৩ রান করেন সুদীপ। ১২৭ রান অপরাজিত অভিমূন্য । ৩ উইকেট হারিয়ে ২৫৪ করে ডিক্লেয়ার দিয়ে দেয় বাংলা। জয়ের জন্য উত্তরপ্রদেশের কাছে লক্ষ্য দাঁড়ায় ২৭৪। তারপরই আঘাত হানেন মুকেশ এবং কাইফ। কিন্তু যত দিন গড়ায়, তত অপ্রতিরোধ্য হয়ে উঠলেন প্রিয়ম। প্রিয়ম ১০৫ রানে অপরাজিত। ম্যাচের শেষে ৬ উইকেট হারিয়ে উত্তরপ্রদেশের রান ছিল ১৬২।
আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিরাট বার্তা গম্ভীরের, বিরাটকে নিয়েও মুখ খুললেন গৌতম



 
 
 
 



































































































































