হলংয়ের পর এবার সিংটামে শতাব্দী প্রাচীন বাংলো পুড়ে ছাই। সিংটাম দার্জিলিং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বাংলো। উৎসবের মরশুমে ঘটে গেল আবারও ভয়াবহ দুর্ঘটনা। সিংটাম চা বাগানের ম্যানেজারের ১০৪ বচরের পুরনো বাংলোয় আগুন লাগে রবিবার রাতে। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। ফলে ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলোটি।
১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি তৈরি করে। সিংটাম চিকম্যান চা বাগানটি বর্তমানে বন্ধ। তবে বাংলোটি পর্যটকদের আবাসস্থল হিসাবে কাজে লাগানো হয়। কীভাবে বাংলোটিতে আগুন লাগল, তা জানা যায়নি। তদন্ত চলছে। এর আগে গত ১৮ জুন রাত সাড়ে ন’টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বড় ধাক্কা অজি শিবিরে, বিবৃতি দিয়ে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া