লক্ষ্মীপুজোয় কি বৃষ্টির পূর্বাভাস! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? জানুন

0
1

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর দিনগুলিতে প্রায় সবদিনই কম-বেশি বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি যদিও দেখা যায়নি (Weather Forecast)। তবে হাল্কা থেকে কয়েক ফোঁটা বৃষ্টি চিন্তায় রেখেছিল পুজোপ্রেমীদের। অন্যদিকে উত্তরে কখন মেপে কখন ঝেপে বৃষ্টি হয়েছে পুজোর দিনগুলিতে। আর সেই জন্যই লক্ষ্মী পুজোয় (Lakhsmi Puja) আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। আগামী বুধবার কোজাগরী লক্ষ্মী পুজো। কেমন থাকবে সেদিনের আকাশ? কী জানাল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Report) পূর্বাভাস অনুসারে, লক্ষ্মীপুজোর আগে রাজ্য থেকে মৌসুমী বায়ু প্রত্যাহার হয়ে যেতে পারে। তারই মধ্যে সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে জলীয় বাষ্প। ফলে ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভবনা নেই।

উত্তরেরর জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে হাওয় অফিস সূত্রে খবর। তবে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি।