দলের অনুমতি না নিয়েই জলপাইগুড়ির অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক ডা: প্রদীপ!

0
8

সুখেন্দুশেখর রায়, জহর সরকারের পরে এবার আর জি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে শামিল তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা চিকিৎসক প্রদীপকুমার বর্মার (Padip Kumar Barma) কথায়, “বিবেকের তাড়না থেকেই এখানে আসা। আমাদের মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে যে জঘন্য কাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি আমরা।” তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে দলের অনুমতি নেননি।

পেশায় চিকিৎসক প্রদীপ বর্মা শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন মঞ্চে দীর্ঘদিন বসে ছিলেন। রবিবার, ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন। জলপাইগুড়ির বিধায়ক (TMC MLA) বলেন, সামাজিক দায়িত্ব ও রাজনৈতিক কর্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। চিকিৎসক সত্তা থেকেই এখানে এসেছি। স্পষ্ট করেন দলের অনুমতি নেননি তিনি।

এর আগে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায় ও জহর সরকার আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হন। সেক্ষেত্রেও তাঁরা দলের অনুমতি নেয়নি। তবে যেখানে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে এবং আর জি করের ঘটনার তীব্র নিন্দা-ধিক্কার জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেখানে দলীয় বিধায়ক হয়ে কীসের ভিত্তিতে প্রদীপ বর্মা অনশনে অংশ নিলেন- তা স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।