অজিদের কাছে ৯ রানে হার ভারতের, বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হরমনপ্রীতদের

0
2

মহিলা টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের কাছে হার ভারতর। এদিন অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হরমনপ্রীত কৌরের দল। আর এই হারের ফলে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল রিম ইন্ডিয়া।কাজে এল না হরমনপ্রীত কৌরের দল। অর্ধশতরান করেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান করে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার গ্রেস হারিস। ৩২ রান করেন ম্যাকগ্রেথ এবং এসএলে পেরি। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রেণুকা সিং, দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন শ্রেয়াংকা পাতিল , পুজা বস্ত্রকার এবং রাধা যাদব।

জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ শেফালি ভার্মা। ২০ রান করেন তিনি। ৬ রান করেন স্মৃতি মান্ধনা। ১৬ রান করেন জেমিমা রডরিগেজ। ২৯ রান করেন দীপ্তি শর্মা। একা লড়াই করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৫৪ রানে অপরাজিত তিনি। দুটি উইকেট নেন সোপি। একটি করে উইকেট নেন মেগানান, গার্ডনার এবং অ্যানাবেল।

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক মুম্বইয়ের, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বাউচারকে