বাংলাদেশকে ১৩৩ রানে হারাতেই , একাধিক নজির ভারতের ঝুলিতে

0
12

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে গতকাল বড় জয় ভারতীয় দল। তিন ম্য্যাচের টি-২০ সিরিজে আগে সিরিজ পকেটে পুরেছে সূর্যকুমার যাদবের দল। গতকালের ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবুও সেই ম্যাচে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশকে হারায় ১৩৩ রানে। আর এই জয়ে একাধিক নজির গড়ে টিম ইন্ডিয়া। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করে ভারত। যা ভারতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান।

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৭ রান করে সূর্যকুমার যাদবের দল। যা ভারতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে টিম ইন্ডিয়া ২৬০ রান করেছিল। এছাড়াও টেস্ট খেলা দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রান করে ভারত। এর আগে আফগানিস্তান ২৭৮ রান করেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার।

এছাড়াও ১৪ ওভারের মধ্যেই ভারত ২০০ রান করে ফেলে। যা টি-২০ দ্বিতীয় দ্রুততম ২০০ রান। এর আগে ১৩.৫ ওভারে ২০০-র গণ্ডী পেরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ভারত করেছিল ১৫২ রান। দেশের ইতিহাসে সেটাও রেকর্ড।

গতকাল ভারতের রানের আসল কান্ডারি সঞ্জু স্যামসন। ১১১ রান করেন তিনি। প্রথম দুই ম্যাচে রান না পেলেও, তৃতীয় ম্যাচে রান পেলেন ভারতের উইকেটরক্ষক।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দাপট সঞ্জুর, কৃতিত দিলেন কোচ-অধিনায়ককে