২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াদের নতুন কোচ হলেন মাহেলা জয়বর্ধনে। জয়বর্ধনেকে আবার কোচের দায়িত্ব দিল মুম্বই। সরিয়ে দেওয়া হল মার্ক বাউচারকে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল মুম্বইয়ের পক্ষ থেকে। গত আইপিএলে সবার শেষে শেষ করেছিল মুম্বই। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়বর্ধনে।
এদিন মুম্বইয়ের কোচ হয়ে জয়বর্ধনে বলেন , “ মুম্বইয়ের সঙ্গে আমার যাত্রাপথ একটা বিপ্লবের মতো। ২০১৭ সালে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছিলাম প্রতিভাবান ক্রিকেটারে ভরা একটা দলের থেকে সেরাটা বার করে আনার। সেই চেষ্টায় সফল হয়েছি। ফিরে আসার পর ভবিষ্যতের দিকে নজর দেওয়াই আমার কাজ। দলমালিকদের দৃষ্টিভঙ্গিকে সফল করার চেষ্টা করব।“
গত আইপিএল-এরব আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বই। তবে মুম্বই ২০২৪ আইপিএল-এ একেবারেই ফর্মে ছিল না মুম্বই। দলের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়। সামনেই ২০২৫আইপিএল মেগা নিলাম। তার আগে জয়বর্ধনেকে কোচ করল মুম্বই।
আরও পড়ুন- বাংলাদেশকে ১৩৩ রানে হারাতেই , একাধিক নজির ভারতের ঝুলিতে