দলে ফিরেই সিরিজ সেরা হার্দিক, কৃতিত্ব দিলেন দলের এই দুই তারকাকে

0
3

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সূর্যকুমার যাদবের দল। এই টুর্নামেন্টে ব্যাট এবং বল হাতে দাপট দেখান হার্দিক পান্ডিয়া। সিরিজ সেরা হন তিনি। দলে ফিরেই সিরিজ সেরা হয়ে আপ্লুত হার্দিক। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীর এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

সিরিজ সেরা হয়ে হার্দিক বলেন, “ কোচ এবং অধিনায়ক আমাদের স্বাধীনতা দিয়েছে। দলের সকলের জন্যই এটা দুর্দান্ত। সকলে নিজেদের মতো করে সেরা দেওয়ার চেষ্টা করছে। তাতেই এমন ফলাফল হচ্ছে। এটা একটা খেলা। আমরা খেলাটা উপভোগ করতে চাইছি। মাঠে নেমে নিজেদের ক্ষমতার সবটা উজাড় করে দিতে চাইছি। সাজঘরের পরিবেশ উপভোগ্য হলে এক অপরের সাফল্যও উপভোগ করা যায়। এমন পরিবেশে সকলে চেষ্টা করে আরও বেশি কিছু দেওয়ার। সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়।“

এখানেই না থেমে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার বলেন , “ আমার শরীর এই মুহূর্তে খুব ভাল অবস্থায় রয়েছে। তেমন কিছু পরিবর্তন করিনি। একই পদ্ধতি অনুসরণ করছি। বলতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। মানসিক ভাবেও ঠিক জায়গায় রয়েছি। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।“

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক মুম্বইয়ের, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বাউচারকে