ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা পদত্যাগ হিসেবে গৃহীত হয় না। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকদের ‘গণইস্তফা’ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। শনিবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, এই সব গণ ইস্তফা সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। তাঁর কথায়, ইস্তফা ব্যক্তিগত বিষয়। নিয়োগকর্তার কাছে কারণ-সহ ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র দিতে হবে। নাহলে তা পদত্যাগ হিসেবে গ্রাহ্য হবে না।
জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিতেই কিছু দিন আগে একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘গণইস্তফা’-র এই নাটক প্রথম শুরু হয়েছিল আর জি কর হাসপাতাল থেকেই। পরে কলকাতার অনান্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গত বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি বলেই দাবি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার নতুন কিছু বলছে না। শুক্রবার রাতেও জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন অনশন প্রত্যাহার করার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফেও শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র ডাক্তারের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে।
তবে এত সবের পরেও এখনও আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা শুরু করেছেন ‘লোক দেখানো’ পদত্যাগ। কিন্তু তার যে কোনও আইনত গ্রহণযোগ্যতা নেই। তা দিন ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (Alapan Bandopadhyay)। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই গণইস্তফা-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।” সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আর জি কর এবং অন্যান্য হাসপাতালগুলি মিলিয়ে একাধিক গণইস্তফা-র চিঠিতে এখনও পর্যন্ত দু’শোর কিছু কম স্বাক্ষর রয়েছে।







 
 
 
 

Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































