ডবল ইঞ্জিন সরকারের কারাগারে নিরাপত্তার গাফিলতি। অসমের কারাগার থেকে পকসোর মতো গুরুত্বপূর্ণ আইনের আওতায় বিচারাধীন পাঁচ বন্দি পালালো ২০ ফুট পাঁচিল টোপকে এবং সেটাও একেবারে দিনে দুপুরে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা একটা-দেড়টা নাগাদ অসমের মরিগাঁও জেলা কারাগারে। অভিযোগ, বেডশিট, কম্বল, পরনের লুঙ্গি ব্যবহার করে পাঁচিল টোপকে পালিয়েছে এই পাঁচজন। বন্দিরা সোনিতপুর জেলার তেজপুর এবং মরিগাঁও জেলার লাহোরিঘাট ও মইরাবাড়ির বাসিন্দা। পালানোর পরে বুদ্ধি বেড়েছে জেলা প্রশাসনের। কারাগার প্রধান প্রশান্ত সাইকিয়াকে বরখাস্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইনস্পেক্টর জেনারেল (প্রিজন) পূবালী গোহাইন আলাদাভাবে বিভাগীয় তদন্ত করবেন। মরিগাঁও জেলার কমিশনার দেবাশিস সরমা জানিয়েছেন, ইতিমধ্যেই পলাতক বন্দিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পকসো আইনের ধৃত সইফুদ্দিন, জিয়ারুল ইসলাম, নুর ইসলাম, মফিদুল ও আবদুল রশিদ নামে ওই বিচারাধীন বন্দিরা ব্যারাকের রড ভেঙে কম্বল, লুঙ্গি, বিছানার চাদর ব্যবহার করে ২০ ফুট পাঁচিল টপকায়। দিনের বেলায় এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও কারও চোখে পড়েনি। এতেই প্রমাণ হয় কারাগারে নিরাপত্তার যথেষ্ট ঢিলেমি রয়েছে। কথায় কথায় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপি তাদের শাসিত রাজ্যের এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।




 
 
 
 



































































































































