আর জি কর নিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভগবতের (Mohan Bhagawat) মন্তব্যে পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর জি করের মন্তব্য নিয়ে বলার আগে মোহন ভগবতকে হাথরাস, উন্নাও, মনিপুর নিয়ে মন্তব্য করার কথা বললেন কুণাল। শনিবার, নাগপুরে সংঘের সদর দফতরে নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে আর জি কর কাণ্ডে নিয়ে আরএসএস প্রধান এবার মহাভারত প্রসঙ্গ তোলেন। উল্লেখ করেন দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা। তাঁর কথায়, “মনে রাখা দরকার, দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত ঘটে গিয়েছিল।” আর জি করের ঘটনা কলঙ্কজনক বলে মন্তব্য করে মোহন ভাগবত বলেন, “মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আমাদের দেশে ধর্ষণের কবলে পড়তে হচ্ছে মাতৃশক্তিকে।”
এর পাল্টা মোহন ভগবতকে ধুয়ে দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, R G Kar-এর ঘটনা জঘন্য। আমরা সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছি। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে যে অভিযুক্তকে ধরেছে, সিবিআই তাকেই মান্যতা দিয়েছে। এর পরেই উত্তরপ্রদেশ, মনিপুরের উদাহরণ টেনে কুণাল বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখন্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আরএসএস নয়, মোহন ভগবতের এই কথায় বিজেপির সুর পাওয়া যাচ্ছে বলে খোঁচা তৃণমূল নেতার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.