জ্যান্ত আরশোলা যুবকের পেটে! চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

0
1

যুবকের পেটে জ্যান্ত আরশোলা! সেটাও আবার প্রায় তিন সেন্টিমিটারের। যুবকের পেট থেকে একাবারে জ্যান্ত আরশোলা বার করলেন চিকিৎসকরা। এমনই তাজ্জব করা ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির এক বেসরকারি হাসপাতালে। আপাতত সুস্থ আছেন ওই যুবক।

দিন কয়েক আগে ওই যুবক হঠাৎ পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যান। জানা গিয়েছে, বছর তেইশের ওই যুবক পথচলতি দোকান থেকে খাবার কিনে খেয়েছিলেন। সেই খাবার খাওয়ার পর থেকেই সমস্যার শুরু।এরপর চিকিৎসক এন্ডোস্কপি করে জানতে পারেন যে যুবকের পেটে জীবন্ত আরশোলা রয়েছে। তারপরে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অপারেশন করে যুবকের পেট থেকে আরশোলা বার করে আনেন চিকিৎসকরা। এ যাত্রায় যুবকের প্রাণ বাঁচলেও চিকিৎসকরা সতর্ক করে জানিয়ে দেন এই ধরনের ঘটনা প্রাণঘাতীও হতে পারে। আরশোলাটি বার করতে দেরি হলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। চিকিৎসকদের অনুমান কোনও খাবারের সঙ্গে বা ঘুমের সময়ে আরশোলাটি যুবকের মুখে ঢুকে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুন- বিশ্ব ক্ষুধা সূচক: ভারতের স্থান ১০৫! এগিয়ে বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কাও