আর্টালারি শেল ফেটে জখম সেনাবাহিনীর দুই জওয়ান

0
10

গুলি চালানোর সময় আর্টালারি শেল ফেটে জখম হয়েছেন সেনাবাহিনীর দুই জওয়ান। ঘটনাস্থল মহারাষ্ট্রের দেওয়ালি আর্টিলারি স্কুল। সেখানে অগ্নিবীররা প্রশিক্ষণের জন্য হায়দরাবাদ থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারি বসিয়েছে ভারতীয় সেনা। আদৌ কি কারণে তাদের এই অভিযান তা নিয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। এমন একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেনাবাহিনীর অন্দরে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেই বিশেষ নজরদারি রাখার পরিকল্পনা ভারতীয় সেনার।