শুক্রবার রঞ্জি অভিযান শুরু করল বাংলা শিবির। লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে তাঁদের সামনে উত্তরপ্রদেশ। লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) কোচিংয়ে এই বাংলা শিবিরে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। সি-গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ ও পাঞ্জাব।


রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দুই রাউন্ডের জন্য বাংলা দল ঘোষণা করা হল শুক্রবার। প্রত্যাশিত ভাবেই সেই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে (Anustup Majumder)। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও। তবে ফর্ম হারানো ঈশান পোড়েলকে প্রাথমিক দলে রাখা হয়নি। তিনি রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।

শুক্রবার একানা স্পোর্টস কমপ্লেক্সে জুয়েলের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল শিবির। ম্যাচের শুরুতে অভিমন্যুর উইকেট হারালেও, প্রাথমিক ধাক্কা সামলে বড় স্কোরের (score) দিকে এগাচ্ছে বাংলা। (প্রতিবেদন লেখার সময়) বাংলার স্কোর ১ উইকেট হারিয়ে ৯৬ রান।









































































































































