উৎসবের মরশুম শুরু হতেই কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে প্রতিদিন অশান্তির পরিবেশ তৈরি জারি রেখেছেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। অষ্টমীর সকালে যেখানে গোটা রাজ্য অঞ্জলির উপচার থেকে সন্ধিপুজোর প্রস্তুতিতে ব্যস্ত তখনই নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ফের জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। পুলিশ থেকে রাজ্যের চিকিৎসক প্রতিনিধিদের অনুরোধ উপেক্ষা করে অনশন চালিয়ে যাওয়া চিকিৎসকরা এবার নতুন করে অশান্তির চেষ্টায়।
বৃহস্পতিবার রাতেই অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) সিসিআইতে ভর্তি হন। তাঁর চিকিৎসায় পাঁচ সদস্যের চিকিৎসকদল তৈরি করা হয়েছে। রাজ্যের চার সদস্যের চিকিৎসকদল অনশনরত চিকিৎসক স্নিগ্ধা হাজরাকেও হাসপাতালে স্থানান্তরিত করার সুপারিশ করেছে। যদিও তাতে কান দেননি আন্দোলনকারীরা।
উল্টে আইএমএ-র (IMA) পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। দাবি জানানো হয়েছে অনশনের চাপে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার জন্য। সরকারি হস্তক্ষেপ না হলে সবরকম চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরের তিনটি বড় মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার কাগজে সইও করেছেন।
অন্যদিকে ষষ্ঠী থেকে প্রতিদিনই অভয়া পরিক্রমার নামে পুজো মণ্ডপে অশান্তি তৈরির চেষ্টা জারি রেখেছে।নবমীর সন্ধ্যায় এবার ঘোষণা করে জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। ফের একবার উৎসবের রাতে শহরের কেন্দ্রবিন্দুতে অশান্তি হওয়ার আশঙ্কা।