অষ্টমীর ভোর থেকে ব্যস্ততা-কুমারী পুজোর, সন্ধিপুজোর তোড়জোড় বেলুড় মঠে

0
1

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অষ্টমীর কুমারী পুজো থেকে সন্ধি পুজো বেলুড় মঠে। ভোর থেকে ব্যস্ততা পুজো উপচার সারার। কারণ শুক্রবার একই দিনে অষ্টমী ও নবমী তিথি পড়েছে। ফলে তিথি মেনে সারতে হচ্ছে পুজোর উপচার।

শুক্রবার ভোর ৫টার পরে শুরু হয় মহাষ্টমী পুজো। বেলা ৯টায় শুরু হয় কুমারী পুজো। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে সরগরম বেলুড় মঠ।

কুমারী পুজোর সঙ্গেই প্রস্তুতি শুরু সন্ধিপুজোর। বেলা সাড়ে ১২টার মধ্যেই সম্পন্ন করতে হবে সন্ধিপুজোর উপচারও।