রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

0
1

কয়েকদিন ধরে ই শরীর ভালো যাচ্ছিল না শিল্পপতি রতন টাটার (Ratan Tata)। বুধবার সন্ধে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। ‘সঙ্কটজনক’ অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। রাত সাড়ে এগারোটা নাগাদ খবর পাওয়া যায়, প্রয়াত হয়েছেন রতন টাটা। দেশের অন্যতম বর্ষীয়ান প্রথম সারির শিল্পোদ্যোগী রতন টাটার (Ratan Tata) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“রতন টাটা জি একজন দূরদর্শী শিল্পপতি, একজন সহৃদয় ও একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছিলেন। একই সময়ে, তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। তিনি তাঁর নম্রতা, দয়া ও সমাজের উন্নয়নের অঙ্গীকার লোকের কাছে নিজেকে জনপ্রিয় করেছিলেন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী পথ প্রদর্শক এবং একজন জনহিতৈষী। তাঁর মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ী মহল ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”