উৎসবের মরশুমে ঘটা করে সাধারণ যাত্রী ও উৎসবমুখর মানুষের জন্য পরিষেবার ঘোষণা করেছিল পূর্ব রেল (Eastern Railway)। অথচ দু্র্গাপুজোর ষষ্ঠীতে রেল দুর্ভোগে শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah south section) রেলযাত্রীরা। আচমকা ট্রেন বাতিলের জন্য সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরা।
বুধবার ষষ্ঠীর দিন সকালে একদিকে বিভিন্ন কেন্দ্র সরকারি ও বেসরকারি সংস্থায় অফিস খোলা। অন্যদিকে পুজো দেখতে বেরোনোর মানুষেরও সকাল থেকে ভরসা লোকাল ট্রেন (local train)। এই পরিস্থিতিতে সকাল ৮.৪২-এর সোনারপুর-শিয়ালদহ লোকাল বিনা নোটিশে বাতিল করে দেয় শিয়ালদহ দক্ষিণ শাখা (Seadah south)।
ফলে বিপুল সংখ্যায় রেলযাত্রী সোনারপুর স্টেশনে (Sonarpur station) এসে হয়রান হন বুধবার সকালে। এরপরই রেল অবরোধ করেন রেলযাত্রীরা। প্রায় দু ঘণ্টার বেশি সময় অবরোধ করার পরে রেলের আশ্বাসে অবরোধ ওঠে।