একটানা ১০ বার অপরিবর্তিত রেপো রেট! বৈঠকের পর সিদ্ধান্ত RBI-র

0
3

বাড়ল না রেপো রেট (Repo Rate),স্বস্তি মধ্যবিত্তের। উৎসবের মরশুমে সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এক টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। ষষ্ঠীর সকালে অর্থাৎ বুধবার বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর (Governor of RBI) শক্তিকান্ত দাস বলেন, “ম্যাক্রোইকোনমিক পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যতের কথা ভেবে মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৫ জনই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সহমত হয়েছেন।”

এর আগে ৯ বার ত্রৈমাসিকে যেহেতু রেপো রেট বাড়ানো হয়নি, তাই এবারও বাড়ানো হবে না বলেই মনে করেছিল অর্থনৈতিক মহল। অবশেষে সেই অনুমানই সঠিক প্রমাণিত হয়েছে। এই খবরে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত। বর্তমানে সাধারণ মানুষের হোম লোন, অটো লোন-সহ সমস্ত ধরণের ঋণে ইএমআই (EMI)সংক্রান্ত কোনও বাড়তি চাপ হবে না। রেপো রেট-এ কোনও পরিবর্তন না হওয়ায় আরবিআই-এর রেপো রেট ৬.৫ শতাংশই থাকল।