আর জি কর কাণ্ডের দুমাস, নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির জুনিয়র ডাক্তারদের

0
2

আর জি করের জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধারের দুমাস পূরণ হচ্ছে বুধবার। তদন্তভার হাতে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যে অপরাধীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তাকেই মূল অপরাধী হিসাবে চার্জশিটে (chargesheet) দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তবে অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত বিচার পাবেন না নির্যাতিতা। নারকীয় ঘটনার দুমাস স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করলেন জুনিয়র চিকিৎসকরা।

বুধবার ষষ্ঠীতে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) রক্তদান শিবিরের আয়োজন করেছেন জুনিয়র চিকিৎসকরা। উৎসবের শুরুতে পঞ্চমীতে মিছিলের আয়োজন করে বারবার প্রশাসনিক বাধার মুখে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। ষষ্ঠীতে তাই অন্য পথে প্রচারের আলোয় আন্দোলনকারী চিকিৎসকরা।

পুজোর মরশুমে অনশন মঞ্চের (hunger strike) বাইরে প্রচারের কর্মসূচি চিকিৎসকদের। রাজ্য সরকারের কাছে যে দাবি জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তা নিয়ে বারবার মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া শুরু করেছে। সেই দাবিই এবার পুজো মণ্ডপে লিফলেটের (leaflet) মাধ্যমে প্রচার চালাবেন জুনিয়র চিকিৎসকরা।

১০ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির ৯০ শতাংশ নিরাপত্তার কাজ সম্পূর্ণ হবে। ১৫ তারিখ থেকে রেফেরাল সিস্টেমের (referral system) পাইলট প্রজেক্টও শুরু হবে। এর পরেও অনশনের পথ থেকে সরছেন না জুনিয়র চিকিৎসকরা।