বিতর্ক আর ব্যক্তিগত জীবনের চর্চার কারনে সব সময় খবরের শিরোনামে কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। তবে এবার পুজোতে অভিনেতা সুখবর দিয়েছেন। এত বছরের ক্যারিয়ারে এই প্রথম বলিউডে কাজ করতে চলেছেন কাঞ্চন, তাও আবার ‘কাহানি’ গার্ল বিদ্যা বালানের (Vidya Balan)সঙ্গে। ‘ভুলভুলাইয়া ৩’ (bhool bhulaiyaa-3) সিনেমাতে ‘রুহ বাবা’র সঙ্গে বড়পর্দায় আসছেন বিধায়ক -অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে নিজেই ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন কাঞ্চন।
প্রায় তেত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম মায়ানগরীতে এত বড় ব্রেক পেলেন বাংলা বিনোদন জগতের (Bengali entertainment industry)কমেডিয়ান। দিওয়ালীতে মুক্তি পেতে চলা ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বিদ্যা আর কার্তিকের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনেতা জানান, বলিউডে কাজ করা তাঁর কাছে এক আলাদা প্রাপ্তি। পাশাপাশি অভিনেতা হিসেবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তিনি। ‘ভুলভুলাইয়া’ সিজনের এই তৃতীয় ভার্সনে বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। রয়েছেন তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া। আর সেখানেই জুড়ে গেল কাঞ্চনের নাম।