বিশ্বের বৃহত্তম প্লেন বেলুগা এক্সএল ছুঁল কলকাতা বিমান বন্দরের মাটি

0
1

কলকাতা বিমান বন্দরের (Kolkata Airport) মাটি ছুঁল বিশ্বের বৃহত্তম বিমান বেলুগা এক্সএল (Beluga XL)। বিমান বন্দরের পক্ষ থেকে জলের ফোয়ারা দিয়ে অভ্যর্থনা জানানো হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানটিকে।

বিশ্বের সবথেকে বড় বিমানগুলির অন্যতম এই বেলুগা এক্সএল এয়ারবাস (Beluga XL Airbus)। বিমানের যন্ত্রাংশ বিশেষত বিমানের ডানার মতো বড় অংশ পরিবহনের জন্য ব্যবহার করা হয় এই এয়ারবাস।

মঙ্গলবার রাতে বিমানকর্মীদের (crew) বিশ্রাম, তেল ভরার জন্য নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথমবার এই বৃহৎ বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার জন্য সম্মানজনক অভ্যর্থনার আয়োজন করা হয়।