ষষ্ঠীর সকালে ‘বহুরূপী’ ম্যাজিক,সকাল সাড়ে নটার মধ্যে ১৪হাজার টিকিট বিক্রি!

0
1

বাংলা ইন্ডাস্ট্রির পুজোর ছবি (Durga Puja festival Movie) মুক্তিতে বাজিমাত নন্দিতা-শিবপ্রসাদ ‘বহুরূপী’ (Bahurupi)। তারকাখচিত প্রিমিয়ারে জমজমাট নতুন বাংলা ছবি। আবির চট্টোপাধ্যায়- শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনস্ক্রিন টক্কর মাতিয়েছে দর্শককে। মুগ্ধ কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা (Prosenjit Chatterjee)।পঞ্চমীর ভোরে টিম ‘বহুরূপী’র জন্য পুজো দিতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন জিনিয়া সেন। সন্ধ্যার প্রিমিয়ারে সকলের মুখেই অভিনেতা ‘শিবুর’ জয়গান। ষষ্ঠীর সকাল হতেই দেখা গেল হ্যাং করছে বুক মাই শো (BMS)। সকাল সাড়ে ৯টার মধ্যে বিক্রি ১৪ হাজার টিকিট! স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন পরিচালক-অভিনেতা।

চেনা পথে হেঁটে সাফল্য মুঠোয় ধরা নন্দিতা-শিবপ্রসাদ হঠাৎ রহস্য-রোমাঞ্চে মন দিয়েছেন। রক্তবীজের পর ‘বহুরূপী’ নিয়ে প্রচুর চ্যালেঞ্জ ছিল। ছবি করতে করতে দুর্ঘটনা-সহ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে শিবপ্রসাদকে। এই নিয়ে পর পর দু’বছর দুর্গা পুজোতে (Durga Puja festival Movie) ছবি উপহার দিচ্ছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। ময়ূরকণ্ঠী নীল পাঞ্জাবি আর ধুতিতে সেজে প্রিমিয়ার প্রেক্ষাগৃহে পা দিতেই ক্যামেরার ফ্ল্যাশ দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাত ‘বিক্রম’-এর দিকে। ‘বহুরূপী’রা সাজ-সজ্জায় ভীষণ রঙিন। তাই শিবপ্রসাদ, নন্দিতা রায়, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় গাঢ় রঙে রঙিন। তবে সাদা সাজে চমক দিলেন “বুম্বা দা”। দুদিনের হিসেবে ‘শাস্ত্রী’ মিঠুন (Mithun Chakraborty) আর অভিনেতা দেবের (Dev) ‘টেক্কা’কে পিছনে ফেলে ধরাছোঁয়ার বাইরে ‘বহুরূপী’র সফর!