বিশ্ব ফুটবলে শোকের ছায়া। প্রয়াত নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার জোহান নিসকেন্স। বিশ্বকাপ ফাইনালে দ্রুততম গোল করার রেকর্ড রয়েছে তাঁরই দখলে। যানা যাচ্ছে, আলজেরিয়ায় মারা গিয়েছেন নিসকেন্স । সেখানে কোচিং করানোর জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু নিসকেন্সের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
কমলা বাহিনীর ‘টোটাল ফুটবল’ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিসকেন্স। দুবার বিশ্বকাপ ফাইনালেও খেলেছিলেন তিনি। অবশেষে চিরঘুমের দেশে ‘অন্য জোহান’। এই নেদারল্যান্ডসের ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “নিসকেন্সের মৃত্যু বিরাট ক্ষতি। তা পূরণ করা সম্ভব নয়। আমরা গভীর ভাবে শোকাহত। ওর স্ত্রী মারলিস এবং সন্তানদের প্রতি সমবেদনা। দুর্দান্ত এক জন খেলোয়াড়কে হারাল বিশ্ব। তার চেয়েও বড় ক্ষতি হল ওর মতো এক জন ভাল মানুষকে হারিয়ে।“
১৯৬৮ সালে নিসকেন্সের পেশাদার ফুটবল জীবন শুরু হয়। খেলেছেন আয়াক্স ও বার্সেলোনার মতো ফুটবল ক্লাবে। স্পেনের ক্লাবের হয়ে ১৪০টি ম্যাচে করেছিলেন ৩৫টি গোল। সেই সময় বার্সায় খেলতেন আরেক ডাচ কিংবদন্তি জোহান ক্রুয়েফ। যে কারণে নিসকেন্সের নাম হয় ‘দ্বিতীয় জোহান’। অন্যদিকে আয়াক্সের হয়ে তিনি তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। তবে শুধু ক্লাব ফুটবলে নয়, নেদারল্যান্ডসের জার্সিতেও একইভাবে উজ্জ্বল ছিলেন নিসকেন্স। ১৯৭৪ সালে নিসকেন্সের গোলেই বিশ্বকাপের ফাইনালে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। কিন্তু ম্যাচ জিততে পারেনি তারা। পশ্চিম জার্মানির বিরুদ্ধে হেরে গিয়েছিল ১-২ গোলে। ১৯৭৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন তিনি।
খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন নিসকেন্স। নেদারল্যান্ডস ও বার্সেলোনার সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস