কল্যাণী AIIMS-র পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতির, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে কড়া নির্দেশ

0
1

কেন্দ্রীয় সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। কল্যাণী AIIMS-এর পরিকাঠামোগত কাজ ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শেষ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে রাজ্যকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।এদিন জয়নগর নাবালিকা খুনের ময়নাতদন্ত প্রসঙ্গে মঙ্গলবার কল্যাণী AIIMS-র পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। AIIMS-এর মতো একটা হাসপাতালে ময়নাতদন্ত করার মত পরিকাঠামো নেই শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। জানতে চান কটা অপারেশন থিয়েটার আছে? ৫বছর ধরে সেখানে ডাক্তারি পড়ানো হচ্ছে, অথচ MBBS পাশ চিকিৎসকদের ময়নাতদন্তের কোনও অভিজ্ঞতাই নেই! উষ্মা প্রকাশ করেন হাই কোর্টের বিচারপতি। তাঁর মতে, কেন্দ্রীয় হাসপাতালের সাহায্য চেয়ে একজন আদালতে এসেছেন, অথচ তাঁকে JNM-এর মতো প্রান্তিক সরকারি হাসপাতালে যেতে হচ্ছে। অর্থাৎ বিচারপতির মতে, রাজ্যের প্রাক্তিক সরকারি হাসপাতালে যে পরিকাঠামো আছে, কেন্দ্রীয় সরকারি AIIMS-এ তাও নেই। এর পরেই আগামী বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন বিচারপতি।