জয়নগরে নাবালিকা নির্যাতন (Jaynagar Minor Murder) খুনের ঘটনায় সোমবার রাতের পর মঙ্গলের সকালেও দফায় দফায় উত্তেজনা ছড়ালো কৃপাখালি – মহিষমারি এলাকায়। কল্যাণীতে ময়নাতদন্তের পর সোমবার কৃপাখালিতে নিয়ে যাওয়া হয় নাবালিকার দেহ। সকালে মহিষমারি ফাঁড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। পুলিশ বাধা দিতেই দেহ রেখে বিক্ষোভ এলাকাবাসীদের। দফায় দফায় মিছিলের পর আজই কৃপাখালিতে শিশুকন্যার শেষকৃত্য।

আর জি কর কাণ্ডের পর জয়নগরে ঘটে গিয়েছে নারকীয় ঘটনা। ৯ বছরের শিশু কন্যার উপর যে অত্যাচার করে তাঁকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সোমবার রাতেও বিক্ষোভ চলল কুলতলি – জয়নগরে। কল্যাণী জেএনএম হাসপাতালে হয় ময়নাতদন্তের পর রাতে এলাকায় ফেরে দেহ। তখনই দেহ আগলে বিক্ষোভে শামিল হন পার্শবর্তী প্রায় ৭- ৮টি গ্রামের বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। সকালেও শেষকৃত্যের আগে পর্যন্ত মিছিল বিক্ষোভে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এখনও থমথমে এলাকা।









































































































































