রাজ্যের সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যসচিবের বৈঠক 

0
1

আর জি কর কাণ্ডের পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ডাক্তার এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট (SC), সেখানেও বারবার সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা মোতায়েনের কাজ শুরু হয়েছে। সেই কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে এবার স্বাস্থ্যবৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

নবান্ন (Nabanna) সূত্রে জানা যায়, সব জেলার মেডিক্যাল কলেজের সুপারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। থাকবেন স্বাস্থ্যভবনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সিসি ক্যামেরা ইনস্টলেশন, অতিরিক্ত আলোর ব্যবস্থাপনা, রেস্ট রুম তৈরির কাজ কতটা হয়েছে সেই কাজ খতিয়ে দেখবেন মুখ্যসচিব।