জয়নগরে নাবালিকার যৌন হেনস্থা ও খুনের তদন্তে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল বারুইপুর জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Police Superintendent) রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে এই SIT-এ রয়েছেন বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর ঢালি, এসআই ত্রিদিব মল্লিক, এসআই সৌমেন দাস ও এসআই তন্ময় দাস।শুক্রবার রাতে জয়নগরে (Jaynagar) বাড়ি থেকে কিছু দূরে জলাভূমি থেকে ৯ বছরের নাবালিকার দেহ উদ্ধার করা হয়। সন্ধের পর থেকে নিখোঁজ ছিল সে। অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও দেরি করে অভিযোগ নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নাবালিকা বহুক্ষণ বাড়ি না ফেরায় যখন তার পরিবার থানায় যায় তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি। এই জেরে শনিবার দিনভর এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
এর পরে মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠল জয়নগর (Jaynagar)। নির্যাতিতার বিচারের দাবিতে ছাত্রীর দেহ নিয়ে মিছিল করেন পরিবারের সদস্য, প্রতিবেশীরা। এসডিপিও গাড়ি ঘিরে ধরে জয়নগরের গরানকাটি এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এরপরেই জনয়নগর কাণ্ডে তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করে বারুইপুর পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.