বাবা হতে চলেছেন অক্ষর, সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই খুশির খবর

0
1

বাবা হতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অক্ষর প্যাটেল। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় খুশির খবর নিজেই ভাগ করে নিলেন। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী মেহার সঙ্গে ভিডিও দিয়ে সুখবর জানান অক্ষর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অক্ষর একটি ভিডিও পোস্ট করে লেখেন, ” এক অপূর্ব আনন্দের মুহূর্ত আসতে চলেছে’। পাশে ভালোবাসা ও বাচ্চার ইমোজি। আর ভিডিওয় দেখা যাচ্ছে গর্ভবতী মেহার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন অক্ষর। বাড়ির সকলের সঙ্গে নতুন সদস্য আগমনের উৎসব করছেন। ঘরোয়া আচার-আচরণও পালন করছেন তাঁরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন অক্ষর।

খুশির খবর যে আসতে কয়েকদিন আগেই জানিয়েছিলেন অক্ষর। কিছু দিন আগে কপিল শর্মার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষর। সেখানেই তিনি সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন যে তাঁর পরিবারের জন্য সুখবর আসতে পারে। অক্ষর বলেছিলেন, “আমার প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ওঁর পরিবারে সুখবর এসেছে। আমিও কিছু দিনের মধ্যে হয়তো ভাল খবর ভাগ করে নিতে পারব।“

 

View this post on Instagram

 

A post shared by Axar Patel (@akshar.patel)

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বিশেষ বার্তা মেসির