ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া, মাত্র ২৬ বছর বয়সেই প্রয়াত কেনিয়ার অ্যাথলিট

0
3

ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া। মাত্র ২৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেনিয়ার অ্যাথলিট কিপিয়েগন বেটের। জানা যাচ্ছে, কিডনি এবং লিভার বিকল হয়ে যাওয়ায় জন্য মৃত্যু হয়েছে তাঁর। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন বেট।

কেনিয়ার অন্যতম সেরা ‘মিডল ডিসট্যান্স’ দৌড়বিদ হিসাবে মনে করা হত বেটকে। জুনিয়র পর্যায় বেশ কিছু পদক জিতেছিলেন তিনি। তবে নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অভিযোগে তাঁকে চার বছর নির্বাসিত করেছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট। শাস্তির জন্য টোকিও অলিম্পিক্স এবং ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি তিনি। জানা যাচ্ছে, নির্বাসিত হওয়ার পর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন বেট। নিয়মিত মদ্যপান শুরু করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্রমশ তাঁর মানসিক এবং শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে।

বেটের মৃত্যু নিয়ে বেটের বোন পুরিতি কিরুই বলেন, ‘‘দাদা সব সময় মানসিক অবসাদে ডুবে থাকত। প্রচুর মদ খেত। ২০২২ সালের অগস্টে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার ট্র্যাকে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। শরীর ওর সঙ্গ দেয়নি।

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বিশেষ বার্তা মেসির