শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর দুর্গাপুজো (Durga Pujo) মানেই মণ্ডপে মণ্ডপে ঘোরা, চুটিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা এবং সেই সঙ্গে গান। পুজোর গানের দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে সংস্কৃতি প্রেমী বহু বাঙালি। সেই সমস্ত শ্রোতাদের জন্য দারুণ উপহার দিলেন পণ্ডিত বিক্রম ঘোষ (Vikram Ghosh)। অমিতকুমার, হরিহরণ, শান, জুবিন-সহ আরও বহুশিল্পীর কণ্ঠে মুক্তি পেল ‘আজ বাজা তুই ঢাক’।বিক্রম ঘোষের (Vikram Ghosh) সুরে আগমনী এই গানটি গেয়েছেন অমিতকুমার, হরিহরণ, শান কৌশিকী চক্রবর্তী, জুবিন, মহালক্ষ্মী আইয়ার ও সোনা মহাপাত্রর মতো শিল্পীরা। গানের কথা লিখেছেন সুগত গুহ। আশ্বিনের শারদপ্রাতে মায়ের আগমনের উৎসবের সুর তুলে, ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আজ বাজা তুই ঢাক’। গানটির অসাধারণ ভিডিওগ্রাফি করেছেন শেখর ঘোষ। ইতিমধ্যে গানটি তুমুল জনপ্রিয় হয়েছে। পুজোর মরশুমে পুজোর গানে মেতে উঠেছেন সংগীতপ্রেমী মানুষেরা।
প্রায় প্রতি পুজোতে নিজের গান নিয়ে বিক্রম আনন্দে ভাসান সংস্কৃতি প্রেমী বাঙালিকে। এবারও তিনি ভালবাসা দিয়ে আগমনী গানটা তৈরি করেছেন। গানটা শ্রুতিমধুর, যেখানে মেলোডির সঙ্গে গানের অন্তর্বর্তী যন্ত্রসঙ্গীতের যোগ্য সঙ্গত রয়েছে। ফলে মাত্র দেড় দিনে ইতিমধ্যেই (প্রতিবেদন লেখার সময়) বিক্রমের ইউটিউব চ্যানেলে প্রায় ২লক্ষ ২৭ হাজার মানুষ গানটি শুনেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.