নিরাপত্তা ব্যবস্থায় ১০ অক্টোবরের মধ্যে ৯০% শেষ হয়ে যাবে, অনশন তুলুন: মুখ্যসচিব

0
1

১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি লাগানো ও ওয়াশরুম, ডিউটি রুম (Duty Room) তৈরির কাজ প্রায় ৯০% শেষ হয়ে যাবে। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। তিনি জানান, ১ নভেম্বর থেকে চালু হবে প্যানিক অ্যালার্ম বাটন। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যসচিব।সম্প্রতি রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৭ সদস্যের টিম গঠন করেছে নবান্নে। অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিজি তথা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ করপুরকায়স্থকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, কতটা এগিয়েছে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কাজ- এসব একাধিক বিষয় নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়।মনোজ পন্থ (Manoj Panth) জানান, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ১০ অক্টোবরের মধ্যে CCTV লাগানো এবং ওয়াশরুম, ডিউটি রুম তৈরির কাজ প্রায় ৯০% শেষ হয়ে যাবে। ১ নভেম্বর থেকে চালু হবে প্যানিক অ্যালার্ম বাটন। তিনি দাবি করেন, রাজ্যের ২৮টা মেডিক্যাল কলেজে ৭ হাজার ৫১টা সিসিটিভি ক্যামেরা বসানোর কথা রয়েছে। ইতিমধ্যেই ৩, হাজার ১২১টি (৪৫% প্রায়) বসে গিয়েছে। বাকি সিসিটিভি বসানোর কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান মুখ্যসচিব।

মুখ্যসচিব বলেন, “প্রথমে আমরা এটার পাইলট প্রজেক্ট করব। কী ভাবে কাজ চালানো যেতে পারে, সেটা পর্যবেক্ষণ করা হবে। পুরোপুরি কাজ নভেম্বর মাসের প্রথম থেকেই হয়ে যাবে বলে আশা করছি।“ ১৫ অক্টোবর থেকে পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। সব ঠিক হলে প্যানিক বটন-এর কাজ শুরু হবে পয়লা নভেম্বর থেকে।