সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানিতে কড়া পদক্ষেপ, গ্রেফতার এসআই

0
1

কোনও ধরনের অনৈতিকতায় কোনও রকম প্রশ্রয় রাজ্য প্রশাসন কখনই দেয়নি। ফের সেই নীতিই প্রমাণিত হল পার্ক স্ট্রিট থানার (Park Street police station) শ্লীলতাহানির ঘটনায়। গ্রেফতার হলেন অভিযুক্ত এসআই অভিষেক রায়। আগেই তাকে ক্লোজ (close) করে বিভাগীয় তদন্ত (departmental enquiry) শুরু হয়েছিল। এবার গ্রেফতার করে গোটা বিষয়টির তদন্তে কলকাতা পুলিশ (Kolkata Police)।

মহিলা সিভিক ভলান্টিয়ার (civic volunteer) অভিযোগ করেছিলেন, গভীর রাতে পুজোর পোশাক দেওয়ার নাম করে তাঁকে রেস্টরুমে ডাকেন অভিযুক্ত এসআই (SI)। সালোয়ার স্যুট দেওয়ার সময় শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে নিগৃহীতার অভিযোগ নিতে অস্বীকার করারও অভিযোগ ওঠে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, আগেও তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন এসআই (SI) অভিষেক রায়। সেবার বিষয়টি এড়িয়ে গেলেও এবার তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এই ঘটনা। সেই সঙ্গে নিরাপত্তাহীনতাতেও ভুগছিলেন তিনি।

এসআইয়ের (SI) বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সঙ্গেই কলকাতা পুলিশ আভাস দিয়েছিল, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রবিবার তদন্ত শুরু হওয়ার পরে কী প্রমাণ পাওয়া গিয়েছে তা প্রকাশ না করলেও সোমবারই গ্রেফতার করা হয় অভিষেক রায়কে। এদিনই তাকে আদালতে পেশ করা হবে।