কলিকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) সাংবাদিকতা ও গনজ্ঞাপণ পাঠক্রমের ৭৫ বছর উদযাপন। সোমবার পদযাত্রার আয়োজন করা হয়। বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে শুরু করে এই পদযাত্রা যায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের পাশে রাজা সুবোধ মল্লিকের বাড়ির কাছ পর্যন্ত। অনুষ্ঠানে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শান্তা দত্ত (দে), রেজিস্ট্রার অধ্যাপক ড. দেবাশিস দাস, বিভাগের প্রধান অধ্যাপক ড. পীযুষকান্তি পাণিগ্রাহী, ফ্যাকাল্টি কাউন্সিলের ডিন (অস্থায়ী) ড. সৌমেন্দ্রনাথ বেরা, প্রবীণ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, প্রেস ক্লাবের সভাপতি ড. স্নেহাশিস সুর প্রমুখ।
এই দিন বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সাংবাদিকতা ও গণজ্ঞাপণ (Journalism and Mass communication) বিভাগের স্মার্ট ক্লাসরুমকে ‘৭৫বর্ষ উদযাপন কক্ষ’ হিসেবে ঘোষণা করা হয়। ৭৫বর্ষ উদযাপন (Celebration) কক্ষের ফলকের উন্মোচন করেন উপাচার্য ড. শান্তা দত্ত (দে)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তব্য রাখেন উপাচার্য-সহ উপস্থিত অতিথিরা। প্রখ্যাত সংবাদপত্র সম্পাদক প্রয়াত চপলাকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
১৯৫০-এর ৭ অক্টোবর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপণ পাঠক্রমের চালু হয়। সাংবাদিকতায় দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়। বিচারপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কলিকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতা এবং মিডিয়া শিক্ষার পথপ্রদর্শকদের মধ্যে অন্যতম। ১৯৭১-১৯৭৩ শিক্ষাবর্ষে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর MA কোর্সের সূচনা। পরবর্তীকালে শুরু হয় PhD গবেষণা। সাংবাদিকতা বিভাগ ক্রমশ একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৯৮ সালে বিভাগের নাম বদলে হয় সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। ভারতের প্রথম প্রেস কমিশনের (Press commition) (১৯৫২-১৯৫৪) প্রতিবেদনেও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠক্রমের প্রশংসা করা হয়।










Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































