বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত ৭!

0
1

পুজোর মুখে বীরভূমের ভাদুলিয়ার (Bhaduliya, Birbhum) কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে সাত জনের, আহত একাধিক। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (GMPL) কয়লা ভাঙতে গিয়ে আচমকাই বিস্ফোরণ হয় (Blast in Gangaramchak coal mine)। ছিন্ন ভিন্ন হয়ে যায় ৭ শ্রমিকের দেহ। কয়লা উত্তোলনের সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থল থেকে চম্পট জিএমপিএল-এর আধিকারিক এবং উঁচুতলার কর্মীদের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।