আইএসএল-এর অভিষেকেই দাপট দেখাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ৩-০ গোলে হারে সাদা-কালো ব্রিগেড। এই হারে হতাশ নন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। বললেন, যোগ্য দলের কাছেই হেরেছে তাঁর দল।

এই নিয়ে সাদা-কালো কোচ বলেন, “ আইএসএলের আসল মান বুঝিয়ে দিল মোহনবাগান। ওরা খুবই ভাল খেলেছে এবং ওদের অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। তবে আমার দল খারাপ, একথা বলব না। আমরা চেষ্টা করেছি। লড়াইও করেছি। কিন্তু আমাদের সঙ্গে ওদের খেলোয়াড়দের মানের ফারাক অনেকটাই। ফুটবলে এমন হতেই পারে। মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তো বটেই।”

শনিবারের ম্যাচ থেকে যে অনেক কিছু শিখলেন তিনি ও তাঁর দলের ফুটবলাররা, তাও মেনে নিয়েছেন চেরনিশভ। তিনি বলেন, “সব দিক থেকেই আমাদের উন্নতি করতে হবে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং পারফরম্যান্সের মানও বাড়াতে হবে। বল নিয়ে আমাদের আরও দ্রুতগামী হতে হবে। মোহনবাগানের ম্যাচে এগুলোই শিখলাম আমরা। ফিটনেসের দিক থেকে আরও উন্নতি করতে হবে আমাদের।”
আরও পড়ুন- মহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?








































































































































