জয়নগরের শিশুর পরিবারের আবেদন নিয়ে হাইকোর্টে পুলিশ, ময়নাতদন্ত কল্যাণীতে

0
1

নাবালিকার পরিবার তাঁর ময়নাতদন্ত নিয়ে দুই আবেদন জানিয়েছিল। নিম্ন আদালতের (lower court) পাশাপাশি রাজ্য পুলিশের কাছেও গিয়েছিল সেই আবেদন। নিম্ন আদালতে পরিবারের আবেদন খারিজ হয়ে গেলে রাজ্য পুলিশই পরিবারের আবেদন নিয়ে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। রবিবার প্রধান বিচারপতির নির্দেশে জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি হয়। কল্যাণীর এইমসে ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে পকসো আইনে মামলা দায়েরের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

নাবালিকা নিখোঁজ হওয়ার পাঁচঘণ্টার মধ্যে তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বারুইপুর পুলিশ জেলার (Baruipur police district) পুলিশ। দোষ প্রমাণের দ্রুত তদন্তের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানোর দাবিও জানান বারুইপুর পুলিশ সুপার (SP) পলাশচন্দ্র ঢালি। এরপরই ঘটনায় রাজনীতির রঙ লাগাতে উঠে পড়ে লেগে যায় বাম ও বিজেপি। দিনভর গ্রামে অশান্তি তৈরি থেকে মর্গের সামনে গিয়ে গুণ্ডাগিরি। এরপরেই পুলিশ অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের তরফ থেকে জানানো হয় আইননানুগভাবে ময়নাতদন্তের (postmortem) রিপোর্ট না পাওয়া গেলে ধর্ষণের ধারা এই মামলায় যোগ হওয়া সম্ভব নয়। তার পরেও বিরোধীদের রাজনীতির জেরে শনিবার শিশুর দেহের ময়নাতদন্ত সম্ভব হয়নি।

রাজনৈতিক দলগুলির প্ররোচনায় শিশুটির পরিবার নিরপেক্ষ ময়নাতদন্তের দাবি জানায়। শনিবার রাজনৈতিক অশান্তির জেরে শিশুর দেহ ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। এরপরই শিশুর পরিবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে কোনও নিরপেক্ষ জায়গায় ময়নাতদন্তের দাবি জানায়। সেই সঙ্গে মেজিস্ট্রেটের (Magistrate) নজরদারি ও ভিডিও গ্রাফির (Videography) অধীনে ময়নাতদন্ত (postmortem) করার দাবি জানান তাঁরা। কিন্তু নিম্ন আদালত এই আবেদন খারিজ করে দেয়। কুলতলি থানা ও রাজ্য পুলিশের ডিজির কাছেও এই আবেদন করা হয়েছিল। নিম্ন আদালত পরিবারের আবেদন খারিজ করে দিলে পুলিশের পক্ষ থেকেই রবিবার হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়।

শনিবার অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি নিহত শিশুর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন পুলিশ সুপার (SP) পলাশচন্দ্র ঢালি। সেই প্রতিশ্রুতি মতোই পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত নিয়ে দুই আবেদন আসতেই তৎপর রাজ্য পুলিশ। রবিবার এই মামলায় কল্যাণী এইমসে (Kalyani AIIMS) ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি। সোমবার সেই ময়নাতদন্ত হবে। আবেদন মেনে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (ACJM) উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।