মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারত, পাকিস্তানকে হারাল ৬ উইকেটে

0
3

মহিলা টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। এদিন বিশ্বকাপে প্রথম জয় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এদিন পাকিস্তানকে ৬ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। বল হাতে দাপট অরুন্ধতী রেড্ডির।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ নিদা দারের। ২৮ রান করেন তিনি। অধিনায়ক ফতিমা সানা করেন ১৩ রান। টিম ইন্ডিয়ার হয়ে ৩ উইকেট অরুন্ধতী রেড্ডির। ২ টি উইকেট শ্রেয়াঙ্কা পাতিলের। একটি করে উইকেট রেনুকা সিং, দীপ্তি শর্মা, আশা শোভানার।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৩২ রান করেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ২৯ রান। ২৩ রান করে জেমেইমা রডরিগেজ। তবে ব্যাট হাতে রান পাননি স্মৃতি মান্ধনা। ৭ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে দুই উইকেট ফতিমা সানার। একটি করে উইকেট সাদিয়া ইকবাল এবং ওমাইমা সোহেলের।

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হত হরমনপ্রীতদের। আর এদিন সেটাই করল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- আইলিগ-৩ চ্যাম্পিয়ন DHFC, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের