জয়নগর কাণ্ডে কড়া হাইকোর্ট: বিচারের ‘জাদুকাঠি’র ভুল ভাঙলেন বিচারপতি

0
3

কখনও আদালত চত্বরে আইনজীবীদের উচ্চকণ্ঠে সওয়ালে প্রভাবিত করার চেষ্টা। কখনও বিচারপতিদের রাজনীতিতে যোগ। বিচার ব্যবস্থার উপর প্রশ্ন উঠলেও আদতে যে বিচার নিজের গতিতেই চলে তার নজির কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জয়নগর শিশু মৃত্যুর ঘটনায় বিজেপিপন্থী ও বামপন্থী দুই আইনজীবীর আদালতকে প্রভাবিত করার চেষ্টায় কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

রবিবার জয়নগর মামলার (Jaynagar case) জরুরি ভিত্তিতে শুনানিতে নাবালিকার বাবার পক্ষে আইনজীবী ছিলেন বিল্বদল ভট্টাচার্য। মায়ের পক্ষে আইনজীবী ছিলেন শামিম আহমেদ। একদিকে বিল্বদল সিবিআই (CBI) তদন্তের দাবি জানান। অন্যদিকে শামিম দ্রুত তদন্তের। এরপরই পর্যবেক্ষণে বিচারপতি জানান, “বিচার কোনও জাদুকাঠি নয়, এটা ধাপে ধাপে হয়।”

গোটা সওয়ালে বিচার ব্যবস্থাকে বিরোধীরা কীভাবে প্রভাবিত করার চেষ্টা করেন তা পর্যবেক্ষণ করেই বিচারপতির (Judge) সংযোজন, “অনেকেই মনে করছেন, তাঁরা যাঁকে দোষী মনে করছেন, তাঁকেই শাস্তি দিতে হবে। এটা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে সবচেয়ে বড় সমস্যা।”

রাজ্য পুলিশ যেখানে পাঁচ ঘণ্টায় দোষীকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি অনুযায়ী নিরপেক্ষ হাসপাতালে ময়নাতদন্তের জন্য হাইকোর্টে দরবার করেছে, সেখানেও রাজনীতি করতে মাঠে নেমেছে বাম-বিজেপি। তবে রবিবার আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট পুলিশি তদন্তকে সময় দেওয়ার পক্ষে আদালতও।