বেতন বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের, পুজোর মুখে সুখবর

0
1

উৎসবের আনন্দে নতুন আনন্দ যোগ হল বাংলা সহায়তা কেন্দ্রের (Bangla Sahayata Kendra) কর্মীদের জন্য। এই কাজের সঙ্গে যুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের (Data Entry Operator) বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্ধিত বেতন ১ অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের বার্ষিক বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কন্যাশ্রী (Kanyasree) ও রূপশ্রী (Rupasree) প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন থেকে পরিবহন কর্মীদের বোনাস বাড়ানোর মত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার হাসি ফুটবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের মুখেও। এতদিন এই কাজের পারিশ্রমিক হিসাবে ১৪ হাজার ৩৮০ টাকা প্রতি মাসে পেতেন ডেটা এন্ট্রি অপারেটররা (Data Entry Operator)। সেই বেতন বেড়ে হল প্রতি মাসে ১৬ হাজার টাকা। এই মাসের বেতন থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন তাঁরা। ফলে পুজো ও উৎসবের মাসে নিঃসন্দেহে তাঁদের জন্য সুখবর।

মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের জুলাই মাস থেকে বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে এই কর্মীদের, সিদ্ধান্ত নবান্নের (Nabanna)।