আইলিগ-৩ চ্যাম্পিয়ন DHFC, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

0
3

আইলিগ ৩ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। আগেই আইলিগ দ্বিতীয় ডিভিশনে ওঠার যোগ্যতা অর্জন করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আর এদিন চানমারি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হল DHFC। দলের এই সাফল্যে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন নৈহাটি স্টেডিয়ামে নেমেছিল ডায়মন্ড হারবার। এই ম্যাচে চানমারি ফুটবল ক্লাবের বিরুদ্ধে দাপট কিবু ভিকুনার দল। ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাপায় জবি জাস্টিন, গিরিকরা। সেই মত ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় DHFC। ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন রাঘব গুপ্ত। আর সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভিকুনার দল। তবে শেষমেশ ১-০ গোলে জেতে ডায়মন্ড হারবার। আর এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন হয়েই আই লিগ ২-এ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। আর এটাই ডায়মন্ড হারবারের প্রথম ট্রফি।

দলের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ এ যেন বিস্ময়কর পারফরম্যান্স। ডায়মন্ড হারবার এফসি-র সদস্যরা গোটা মরশুম ধরেই দুরন্ত ফুটবল খেলেছে। অবশেষে ঐতিহাসিক সাফল্য। দলের সকলকে শুভেচ্ছা জানাই। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই। তাঁরা বিশ্বাস করেছিলেন, আমরা স্বপ্ন ছুঁতে পারব। ডায়মন্ড হারবার এফসি আশার আলো হয়ে উঠেছে এবং বহু তরুণ ফুটবলারকে অনুপ্রাণিত করেছে। দমদার হারবার।“