দুর্গাপুজোর মরশুমে নিউটাউনের যাত্রাগাছি (Jatragachi, New town) এলাকায় ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনা জেরে উত্তপ্ত এলাকা। অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে। রাতেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ, তার বাড়ি ভাঙচুরের ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

আর জি কর কাণ্ডের জেরে এখনও উত্তল শহর। উৎসবের আবহেও রাজপথে চলছে আন্দোলন। এর মাঝেই শহরের উপকণ্ঠে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মহানগরীর বাসিন্দারা। কিশোরীর মা জানিয়েছেন, শুধু ধর্ষণ নয়, ভয় দেখাতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল। সেই কারণেই নিগৃহীতা মুখ ফুটে কিছু বলতে পারেন নি। কোনমতে ভয় কাটিয়ে মাকে সব জানাতেই দ্রুত পরিবারের তরফে তাঁর মেডিকেল পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট পাওয়ার পরই ধর্ষণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ এবং অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।









































































































































