মিনি ডার্বি জয় মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাল ৩-০ গোলে । ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানের হয়ে তিন গোল জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস এবং গ্রেগ স্টুয়ার্টের। এই জয়ের ফলে অবশেষে তিন পয়েন্ট ঘরে তুলল জোসে মোলিনার দল। ডার্বির আগে যা আত্মবিশ্বাস বাড়াবে মোহনবাগানকে।
ম্যাচে এদিন প্রথম থেকেই সাদা-কালো ব্রিগেডের ওপর দাপট দেখায় মোলিনার দল । যার ফলে ম্যাচের ৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। কর্নার কিক নেন লিস্টন কোলাসো। সেখান থেকে হেডে গোল করে জেমি ম্যাকলারেনের। ম্যাকলারেনের প্রথম আইএসএল গোল এটি। এই গোলের পর যেন আরও আক্রমনাত্মক হয়ে ওঠে বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৩০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোলিনার দল। এবার মোহনবাগানের হয়ে গোল অধিনায়ক শুভাশিস বোসে। এর পাঁচ মিনিট পরেই গ্রেগ স্টুয়ার্ট বাগানের হয়ে ৩-০ করেন। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ৩-০ এগিয়ে থেকে মোহনবাগান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। কয়েকটি সুযোগ পেলেও, কাজে লাগাতে ব্যর্থ তারা। পালটা আক্রমণ চালায় সবুজ-মেরুন। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।
আরও পড়ুন- ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই, দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ