রঞ্জিট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা দল। রঞ্জির প্রথম দুটো ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলা। আগামী ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিট্রফির অভিযান শুরু করবে বঙ্গ ব্রিগেড। পরের ম্যাচে ১৮ অক্টোবর থেকে ঘরের মাঠে। প্রতিপক্ষ বিহার। দুটো ম্যাচের জন্য উনিশ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। প্রথম দু’ম্যাচে নেই মহম্মদ শামি। দলে নেই ফর্ম হারানো ঈশান পোড়েল। প্রাথমিক দলে রাখা হয়নি ঈশানকে। তিনি রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।
বাংলা দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায় । দলে রয়েছেন আকাশদীপ। রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমারও। তবে এঁরা যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পান তাহলে রঞ্জিতে পাবে না বাংলা। এদিকে রঞ্জির প্রথম দুই রাউন্ডে যে শামিকে পাওয়া যাবে না তা আগেই অনুমান করা গিয়েছিল। মাঠে ফেরার ব্যাপারে তিনি কোনওরকম তাড়াহুড়ো করতে চান না। তাই একেবারে পুরো ফিট হয়ে নামবেন শামি। তবে বাংলা দলে সুযোগ পেয়েছেন কিছু নতুন মুখ। তাঁরা হলেন অভিলীন ঘোষ, ঋষভ বিবেক, রোহিত কুমার (অনূর্ধ্ব-২৩)। এছাড়া ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকা যুধাজিৎ গুহকে সুযোগ দেওয়া হয়েছে।
একনজরে বাংলা দল- অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশদীপ, মুকেশ কুমার, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গোনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার, ঋষভ বিবেক।
স্ট্যান্ড বাই- সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েল।
আরও পড়ুন- হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, নিউজিল্যান্ডের কাছে হারল ৫৮ রানে