ভারতের বিরুদ্ধে নামার আগে পন্থকে ভয় অজি ক্রিকেটারদের, কিন্তু কেন ?

0
3

সামনেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ । বর্ডার গাভাস্কর ট্রফি নিয়ে উত্তেজনায় ফুটছে ক্রীকেটপ্রেমী। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। চলে একে অপরকে স্লেজিং। তবে এই ম্যাচের আগে অজি ক্রিকেটারদের মুখে ঋষভ পন্থের কথা। সব থেকে বেশি স্লেজিং নাকি করেন ভারতীয় উইকেটরক্ষক। এমনটাই এক সাক্ষাৎকারে বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এই নিয়ে সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও করা হয়। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জিজ্ঞেস করা হয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবেচেয়ে বেশি স্লেজ কে করেন? সব ক্রিকেটার একসঙ্গে পন্থের নাম নেন। যদিও পন্থ বলছেন, “আমি তো ভালবেসে স্লেজ করি। মজা পাই স্লেজ করতে। কাউকে লক্ষ্য করে, ব্যক্তিগত আক্রমণ করি না।”

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ টেস্ট সিরিজ। সেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এবার সামনে অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। সেটি গোলাপি বলের টেস্ট। তৃতীয় ম্যাচ হবে ব্রিসবেনে। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ যথাক্রমে মেলবোর্ন এবং সিডনিতে।

আরও পড়ুন- রঞ্জিট্রফির জন্য দল ঘোষণা বাংলার, প্রথম দুই ম্যাচে নেই শামি , অধিনায়ক অনুষ্টুপ