মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতি! প্রভাব পড়ল বিমান পরিষেবায়, বাতিল ফ্লাইট

0
1

মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়েছে যুদ্ধের (War)মেঘ! গাজা-সহ লেবাননে চলচ্ছে ইজরায়েলের অভিযান। ইতিমধ্যে ইহুদি দেশটির বিরুদ্ধে মারমুখী অভিযানে ইরানও (Iran)। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। ফলে এই উত্তপ্ত পরিস্থিতি ও অস্থিরতার কারণে উড়ান বাতিল করল সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates)বিমান সংস্থা এমিরেট্‌স (Emirates) ও ফ্লাইদুবাই (Flydubai)।

জানা গিয়েছে, আঞ্চলিক অস্থিরতার কথা মাথায় রেখে ইরান, ইরাক ও জর্ডানে সব ফ্লাইট (Flight)বন্ধ ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। বৃহস্পতিবার বিমান সংস্থাটি এই ঘোষণা করে। এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার-সহ আগামী ৪ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (Jardan)(আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইটই এখানে আসবে না।

ইজরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের (Lebanon)রাজধানী বেইরুট। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। আগামী মঙ্গলবার পর্যন্ত এমিরেট্‌স ও সোমবার পর্যন্ত ফ্লাইদুবাই লেবাননের সমস্ত উড়ান স্থগিত করে দিয়েছে। ইজরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠন হেজবোল্লার রকেট । অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার ইজরায়েলের নানা জায়গায় ২০০-র কাছাকাছি ক্ষেপণাস্ত্র ((Missile)ছোড়ে ইরান। সেই থেকেই প্রভাব পড়তে শুরু করে সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিষেবায়।