হার্দিকের বোলিং-এ খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ, কথা দীর্ঘক্ষণ : সূত্র

0
2

হার্দিক পান্ডিয়ার বোলিং-এ কি খুশি নন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল। এমনটাই খবর সূত্রের। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি। কিন্তু জানা যাচ্ছে, সেখানে হার্দিকের বোলিংয়ে খুশি নন মর্কেল।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, হার্দিক উইকেটের খুব কাছে বল করছেন। সেটাই দেখে খুশি নন মর্কেল। তার আগে হার্দিকের রান-আপ নিয়েও দীর্ঘক্ষণ কথা বলেন ভারতের বোলিং কোচ। তারপর বোলিং নিয়ে কথা বলেন। এমনিতে মর্কেল খুব একটা কথা বলেন না বলেই জানা যায়। কিন্তু এদিন নেটে হার্দিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। ভারতীয় অলরাউন্ডারের বোলিং মার্কও ঠিক করে দেন তিনি। তবে মূলত হার্দিকের রিলিজ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে বল ছুঁড়ছেন, সেটা নিয়েই কথা বলেন বলে খবর। তবে শুধু হার্দিক নন, মর্কেলকে ব্যস্ত থাকতে দেখা গেল আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদবকে নিয়েও।

সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত। এবার শুরু টি-২০ সিরিজ। টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন- কথা ভাঙলেন রশিদ, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফগান ক্রিকেটার